পাহাড়পুর বৌদ্ধবিহার এখন নানা সমস্যায় জর্জরিত
- আপডেট সময় : ০২:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
উপমহাদেশের প্রাচীন প্রত্নতত্ব নিদর্শন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার এখন নানা সমস্যায় জর্জরিত। ভেঙ্গে পড়েছে বিহারের চুড়ায় উঠার কাঠের তৈরি ব্রীজ। অকেজো হয়ে পড়েছে বিশ্রমাগার। বিহার প্রাঙ্গণে পানি নিষ্কাশন না হওয়াসহ বেশকিছু সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বলছে মূল অবকাঠামো ঠিক রেখে দ্রুত সংস্কার করা হবে।
নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত উপমহাদেশের প্রাচীনতম একটি প্রত্নতত্ত্ব নিদর্শন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার। করোনায় দীর্ঘ ছ’মাস বন্ধ থাকার পর গত সেপ্টেম্বরে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় বিহারটি।
কিন্তু দীর্ঘ বিরতি শেষে বিহার ভ্রমনে আসা দর্শনার্থীদের ফিরতে হচ্ছে হতাশা নিয়ে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সিঁড়ির মুখে তারকাঁটায় ঘিরে টাঙ্গানো হয়েছে উপরে না উঠার নির্দেশনা।
অন্যদিকে নষ্ট হয়ে গেছে ভ্রমনকারীদের জন্য তৈরি বেশ কয়েকটি বিশ্রামাগার। সেগুলো কাঁটা তারে ঘিরে রাখা হয়েছে। বিহার প্রাঙ্গণে জলাবদ্ধতা তৈরি করেছে আলাদা বিড়ম্বনা। এতে করে নষ্ট হচ্ছে বিহারের সৌন্দর্যও। অবশ্য প্রত্নতত্ব বিভাগ বলছে, বিহারের আগের রুপ অক্ষুন্ন রেখে দ্রুত সংস্কার করা হবে। বিহারটির সংস্কার ও সৌন্দর্য বর্ধনের জন্য ২০১৬ সালে ১৩ কোটি ৩৬ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়।