জলাবদ্ধতার কারণে পাহাড়পুর দর্শনে বিড়ম্বনায় পর্যটকরা
- আপডেট সময় : ১২:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার। দেশ পর্যটকের পাশাপাশি বছর জুড়ে বিদেশী পর্যটকদের পদচারণায় মুখর থাকে বিহার প্রাঙ্গণ। তবে বেশ কয়েক বছর ধরে বিহারের চারপাশে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে দর্শনার্থীদের। অন্যদিকে তৈরি হয়েছে বিহার দেবে যাওয়ার আশঙ্কা।
সোমপুর বিহার। পাল বংশের রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে নির্মাণ করেন বিহারটি। যা ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত।
বছর জুড়েই পাহাড়পুর দেখতে ভীড় করে দেশি বিদেশি পর্যটক। তবে বিহার প্রাঙ্গণে জলাবদ্ধতায় তৈরি হয়েছে বিড়ম্বনা। কাছে এসেও বিহারের সৌন্দর্য দেখতে হয় দুর থেকে।
বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে বিহার এলাকায় জমে থাকে পানি; তৈরি হয়েছে ডেবে যাওয়ার আশঙ্কা। ঐতিহাসিক স্থানের এমন দুর্দশায় ক্ষুব্ধ পর্যটক।
সমস্যা সমাধানে কার্যকরী উদ্যোগের কথা জানান পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান।
পাহাড়পুরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।