পাশের দেশ কেএনএফকে অস্ত্র দিয়ে সহায়তা করছে : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ২৩৭৭ বার পড়া হয়েছে
পাশ্ববর্তী একটি দেশের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কেএনএফকে অস্ত্র দিয়ে সহায়তা করছে। সেই অস্ত্র দিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে চট্টগ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে যৌথভাবে সাঁড়াশি অভিযান শুরু করেছে। পার্বত্য এলাকাকে সন্ত্রাস মুক্ত করতে সরকার বদ্ধ পরিকর। সন্ত্রাসীদের নির্মুল না করা পর্যন্ত সাঁড়াশি অভিযান অব্যহত থাকবে বলেও জানান ড. হাছান মাহমুদ।