পার্বত্য জেলা রাঙামাটিতে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। এরই মধ্যে সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার মাস্ক না পরার অপরাধে রাঙামাটিতে মোবাইল কোর্টে ৬ জনকে ২ হাজার ৫ শত টাকা জরিমান করা হয়। রাঙামাটি সিভিল সার্জন জানায়, রাঙামাটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রয়েছে ৪ হাজার ৩ শত ৫২ জন।
জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তার পরও সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানায় অনীহা লক্ষ্য করা গেছে।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে নতুন ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৭ জনে।