পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধের কোনো ঘটনা ঘটেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধের কোনো ঘটনা ঘটেনি। ইন্টারনেটের সামান্য সমস্যা হয়েছে। এটিকে ফুলিয়ে-ফাপিয়ে প্রচার করা হচ্ছে। খাগড়াছড়ি-রাঙামাটির ঘটনা রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান তিনি।
সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে নাহিদ ইসলাম আরো বলেন, পাহাড়ি এলাকাতেও ষড়যন্ত্র থেমে নেই। দেশকে অশান্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুনর্বাসন কার্যক্রম চলমান। বন্যায় গৃহহীনদের ঘর দেয়ারও আশ্বাস দেন উপদেষ্টা। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক ও পুলিশ সুপার।