পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড় আলোকিত হচ্ছে সৌর বিদ্যুতে
- আপডেট সময় : ০২:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড় আলোকিত হয়ে উঠছে সৌর বিদ্যুতের আলোয়। ৪০ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে সৌর বিদ্যুতের প্যানেল বিতরণের কর্মসূচি শুরু হয়েছে। পরিবর্তন আসেছে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ আর্থ-সামাজিক অবস্থায়।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে গ্রীড লাইনের মাধ্যমে বিদ্যুত সুবিধা পৌঁছানো অত্যন্ত দুষ্কর ও ব্যয়বহুল। এসব এলাকার মানুষের কাছে বিদ্যুতের আলো সোনার হরিণ পাওয়ার মতো।
স্বাধীনতার ৫০ বছর পর দূর্গম পাহাড়ের মানুষে সেই সোনার হরিণের দেখা পেয়েছে। ঘরে ঘরে জ্বলছে সৌরবাতি। এতে বদলেছে পাহাড়ের মানুষের জীবনযাত্রা।
২১৭ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।
উন্নত ও সমৃদ্ধশালী পার্বত্য অঞ্চল গড়ার লক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে।
পার্বত্য জনপদে সোলার প্যানেল বিতরণ ও স্থাপনের মাধ্যমে সরকার পার্বত্যঞ্চলকে আলোকিত করেছেন। এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা পার্বত্যবাসীর।