পার্বত্য এলাকার পরিবেশ সুন্দর রাখতে সরকার তৎপর : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
পার্বত্য এলাকার সমস্যা চিহ্নিত করে, ওই এলাকার পরিবেশ সুন্দর রাখতে সরকার তৎপর আছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে সচিবালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বীর বাহাদুর উশৈসিং বলেন, শান্তি চুক্তির পর এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে নতুন গতির সঞ্চার হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রচুর নতুন রাস্তা-ঘাট নির্মাণ করা হয়েছে। পার্বত্যবাসীর উন্নয়নে গড়ে উঠেছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন সরকারি-আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। বেড়েছে পর্যটন। এতে একদিকে মানুষের কর্মসংস্থান যেমন বাড়ছে, অন্যদিকে জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে, শান্তি চুক্তির সফল বাস্তবায়নের মধ্য দিয়ে পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি আর পারস্পরিক সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।