পারিবারিক সহিংসতার মামলায় ক্রিকেটার আল আমিনের আদালতে আত্মসমর্পণ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
পারিবারিক সহিংসতা আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার আল আমিন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন এ আদেশ দেন।
সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ক্রিকেটার আল আমিন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। যৌতুকের জন্য মারধর করার অভিযোগ এবং ভরণপোষণ চেয়ে ৭ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন তাঁর স্ত্রী ইসরাত জাহান। মামলায় উল্লেখ করা হয়,২০১২ সালে বিয়ের পরে তাঁদের দুই সন্তান হয়। গত ২৫ আগস্ট আল আমিন স্ত্রী ইসরাতের কাছে ২০ লাখ টাকা যৌতুক চান। টাকা না দেয়ায় আল আমিন তাকে মারধর করেন বলে অভিযোগ আনা হয়।


















