পারিবারিক বিরোধের জেরে স্বামীর হাতে খুন হলেন নাটোরের মিনা
- আপডেট সময় : ০৪:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৬৮২ বার পড়া হয়েছে
পারিবারিক বিরোধের জেরে স্বামীর হাতে খুন হলেন নাটোরের মিনা। অন্যদিকে নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়াও মুন্সীগঞ্জ ও গাজীপুরের কালিয়াকৈরে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে স্ত্রী মিনাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছে তার স্বামী রাজু প্রামানিক। এসময় রাজুর সহযোগী তার সঙ্গে ছিলো।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, শহরের বুড়াদরগাঁর রাজু প্রামানিকের সাথে বিয়ে হয় মিনার। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরেই জের ধরে এ হত্যাকাণ্ড।
নারায়ণগঞ্জ পোশাক কারখানার এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতরাতে পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহ ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। তিনি মাসদাইর পাকাপুল এলাকার একটি পোশাক কারখানার কর্মী। স্থানীয়রা জানান, রাতে রক্তাক্ত অবস্থায় আমানকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর মৃত্যু হয় তার।
মুন্সীগঞ্জের লৌহজংয়ের গোয়ালীমান্দ্রার একটি স্লুইসগেটের পাশের জঙ্গল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহরাবহ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশা চালকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।