পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে পাবনার সরকারী এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ডঃ হুমায়ূন কবীর মজুমদারের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবীর। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিমসহ অনেকে।