পাবনায় ট্রেনে কাটা পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মিল্টন হোসাইন নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
সকালে ঈশ্বরদী বাইপাস স্টেশন এলাকায় মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। এসময় পুলিশ নিহত ব্যক্তির পকেটে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের একটি টিকিট পায়। ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি নেই। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে রওনা হয়ে ঈশ্বরদী বাইপাস স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। মৃত ব্যক্তি জনতা ব্যাংক পাবনা শাখায় আইটি বিভাগের সিনিয়র এক্সিউটিভ অফিসার পদে কর্মরত ছিলেন।