পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কালু নামের এক মাদক ব্যবসায়ী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল আলিম ওরফে কালু নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে দুই পুলিশ সদস্য।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জানান, গেল শুক্রবার রাত দুইটার দিকে সাঁথিয়া উপজেলার খয়েরবাগান এলাকায় অভিযান চালানো হয় । এসময় উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আলিম ওরফে কালুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, একশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।