পাবনার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা ভিড়

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
- / ১৮৬১ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরের ছুটিতে পাবনার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে ঈদের দিনের চেয়ে আজ দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য পরিমাণ দর্শনার্থীর উপস্থিতি রয়েছে।
কেউ পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউবা বন্ধু-বান্ধব নিয়ে ঘুরছেন। বিনোদন ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে-
পদ্মার শিলাইদহ ঘাট, পাবনা রেলস্টেশন, লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ, সুজানগর উপজেলার গজনার বিল, খয়রান ব্রীজ, বেড়া পোর্ট ও উপজেলার কাজিরহাট ফেরিঘাট এলাকা। প্রখর রোদের মাঝেও ঈদের আনন্দ উপভোগ করতে পাবনার বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত এসব এলাকা। পাবনার বেড়া পোর্টে চলছে ৫ দিনব্যাপী ঈদ ও বৈশাখী আনন্দ উৎসব।