পানি-বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৮২১ বার পড়া হয়েছে
দেশবাসীকে পানি ও বিদ্যৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রীর সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
সমসাময়িক রাজনীতি ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ বিদেশীদের কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে বিএনপি এবং জামায়াতকে সঙ্গে নিয়ে দেশজুড়ে তাণ্ডব চালায়, তাই তাদের অপরাজনীতি সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু এবং উন্নয়নের বাংলাদেশ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শনের মধ্যে দিয়ে শুরু হয় সেতু উদ্বোধনের আনুষ্ঠানিকতা।
এসময় পিরোজপুরের বেকুটিয়ায় কচা নদীর উপর নির্মিত ৮শ ৯৪ দশমিট ০৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১ হাজার ৪শ ৯৩ মিটার দীর্ঘ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উপর নির্মিত অডিও ভিজুয়াল ফিলার প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টরা।
আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন এই সেতু দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে প্রানের সঞ্চার করবে।
আর্থিক ও কারিগরি সহায়তা দেয়ার কারণে বন্ধু রাষ্ট্র চীনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
২০০১ এর নির্বাচনে জামায়াত বিএনপির দেশ ধ্বংসের রাজনীতির কথাও স্মরণ করিয়ে দিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান শেখ হাসিনা।
কৃষি কাজে মনোযোগী হবার পাশাপাশি পানি ও বিদ্যুৎ এ সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
এসময় জনপ্রতিনিধির সঙ্গে করে কচা নদীর পশ্চিম ও পূর্ব পাড়ের লাখো মানুষ ভার্চুয়াল এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। দেশের অর্থনৈতিক গতিশীলতায় যোগাযোগ অবকাঠামোর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সবশেষ বহুল প্রতিক্ষীত সেতুটির উদ্বোধন ঘোষণা করে বঙ্গবন্ধু কন্যা।