পানি ঘোলা করে নির্বাচনে আসবে বিএনপি: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৯:১৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতির সংলাপে বিএনপির যোগ না দেয়া দেশের গণতন্ত্রের জন্য খারাপ খবর। তবে, গাধার মতো বিএনপিও পানি ঘোলা করে নির্বাচনে আসবে বলে মনে করেন তিনি। সকালে দলের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।
সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে গত ২০ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংলাপকে অর্থহীন আখ্যা দিয়ে বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় বিএনপির সংলাপ বর্জনের সমালোচনা করেন তিনি।
বিএনপি সংলাপ বর্জন করলেও সংসদ নির্বাচনে অংশ নেবে বলে আশা করেন ওবায়দুল কাদের। বলেন, প্রশ্নবিদ্ধ করার জন্য হলেও নির্বাচনে আসবে বিএনপি।
গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপিকে সংলাপে আসার আহবানও জানান ওবায়দুল কাদের।