পাতানো ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে গণতন্ত্রকামী মানুষ : ড. মঈন খান
- আপডেট সময় : ০৩:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
রাষ্ট্রশক্তির অপব্যবহার, ডামি নির্বাচন কমিশন, ডামি ভোটার, ডামি পর্যবেক্ষক দিয়ে সরকার সাফাই গাইলেও দেশের জনগণ একচেটিয়াভাবে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না– বিএনপির এমন দাবি জনগণ ভোট বর্জনের মাধ্যমে প্রমান করে দিয়েছে। গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঈন খান। গণসচেতনতা সৃষ্টির লক্ষে আগামী দু’দিন সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরনের ঘোষণ দেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সঙ্গে ছিলেন দলের আরো দুই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
ড. মঈন খান বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ স্বতঃস্ফুর্তভাবে প্রত্যাখ্যান করেছে। কৃত্রিম প্রতিযোগিতা তৈরি করেও ভোটার আনতে পারেনি ক্ষমতাসীন সরকার। মানুষ এ সরকারের পরিবর্তন চায়। তাই আগামী দুই দিন দেশের প্রতিটি স্থানে গণসংযোগের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
গনতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান ড. মঈন খান।