পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন না মাদারীপুরের কৃষকরা
- আপডেট সময় : ০৪:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ১৫৭২ বার পড়া হয়েছে
উৎপাদন ভাল হলেও সুতার মিলে চাহিদা কম থাকার অজুহাতে পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন না মাদারীপুরের কৃষকরা। ফলে ভারী হচ্ছে তাদের লোকসানের বোঝা। এতে ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন অনেকেই। অবশ্য, বাজার দর স্বাভাবিক রাখতে নিয়মিত কার্যক্রম পরিচালনার কথা জানান কৃষি বিপনণ কর্মকর্তা।
সূর্য তখনও কুয়াশা ভেদ করে আলো ছড়ায়নি। তার আগেই মাদারীপুর সদর উপজেলার ছিলারচর হাটে পাট নিয়ে এসেছেন চর-কালিকাপুর গ্রামের কৃষক আউয়াল বেপারী। প্রতিমন পাট উৎপাদনে ৪ হাজার খরচ হলে হাটে দাম পাচ্ছেন ২৫০০-৩০০০ টাকা। এদিকে পশ্চিম রঘুরামপুরের কৃষক সেকেন্দোর আলীর অবস্থাও একই রকম। প্রতিবছর ব্যাংক ঋণ নিয়ে চাষাবাদ করলেও ফসলের নায্য দাম না পাওয়ায় দুঃচিন্তায় তিনি।ভক্সপপ: দুইজন কৃষক।
কৃষকদের অভিযোগ, সার, কীটনাশক, ডিজেলসহ কৃষি উপকরনের মূল্য বেড়েই চলছে। অথচ, প্রতিবছরই কমছে পাটের মূল্য। এতে হতাশ অনেকেই। এজন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।
ফরিয়া ব্যবসায়ীদের দাবি, সুতার মিলে চাহিদা কম থাকায় কৃষক পর্যায়ে কমছে পাটের দাম।
এদিকে, পাটের বাজার স্বাভাবিক রাখতে বিভিন্ন দপ্তরের সহযোগিতায় কার্যক্রম চালানোর কথা জানান জেলা কৃষি বিপনণ কর্মকর্তা।
দেশী, তোষা ও মেস্তা পাট মিলে ৩৫ হাজার ৭১৯ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ৬১ হাজার ৬৯০ মেট্টিক টন।