পাচার করা অর্থের বিষয়ে বিদেশি ব্যাংকগুলো তথ্য না দেয়ায় ক্ষোভ পররাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় : ১১:২২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
বিদেশি ব্যাংকগুলো পাচার করা অর্থের তথ্য না দেয়ায় ক্ষোভ জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, কেন তারা তথ্য দেয় না, তা জানতে চাওয়া উচিত। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদাকে এক অনন্য সোপানে নিয়ে গেছে।
স্বপ্নের পদ্মাসেতু সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সম্পাদনায় ‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ বই প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর অদম্য সাহস, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার কারণে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে
পদ্মা সেতু প্রকল্প থেকে বিদেশি অর্থায়ন তুলে নেয়া দেশের জন্য সাপে-বর হয়েছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
ড. এ কে আবদুল মোমেন বলেন, বিদেশি নানা সংস্থা দেশের বিরুদ্ধে ঢালাও দুর্নীতির অভিযোগ তুললেও অর্থপাচারের কোনো তথ্য বিদেশি ব্যাংকগুলো দিচ্ছে না।
বিশ্ব মানচিত্রে খরস্রোতা নদীর উপর নির্মিত সেতু নিয়ে আগামী প্রজন্ম গবেষণা করবে বলেও মনে করেন বক্তারা।
সবচেয়ে বড় অপরাধ হয় ব্যাংকিং খাতে মন্তব্য হাইকোর্টের
সবচেয়ে বড় অপরাধগুলো দেশের ব্যাংক খাতে হয় বলে মন্তব্য করেছে হাইকোর্ট। এ খাতের লুটপাট, জালিয়াতি বন্ধ করা প্রয়োজন বলে পর্যবেক্ষণ দিয়েছে আদালত।
ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের চার ব্যাংক কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে এ মন্তব্য করেছে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ। পরে, তাদের চার সপ্তাহের মধ্যে চাঁপাই নবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলে, এখন সবচেয়ে নাজুক পরিস্থিতিতে আছে ব্যাংকিং খাত। এর সংস্কার প্রয়োজন।