পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ২৮ বস্তা টাকা
- আপডেট সময় : ০৯:৩৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ১৭২০ বার পড়া হয়েছে
কিশোগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৮ বস্তা টাকা। চলছে গণনা। পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের ৯টি দানবাক্স প্রতি তিন মাস পর পর খোলা হয়। তবে এবার তিন মাস ২৭ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে।
মসজিদ পরিচালনা কমিটি জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়। পরে বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় নেয়া হয় গণনার জন্য। ব্যাংক কর্মকর্তা ও মাদরাসার ছাত্রসহ ৩৫০ জনের একটি দল টাকা গণনার কাজ করছে। রাতে টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।
জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এবার ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খুলে রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। এর আগে গত ২০ এপ্রিল ৯টি দানবাক্সে থেকে ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া যায়।