পাকিস্তান সুপার লিগ-পিএসএলের বাকি অংশে খেলবেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই ক্রিকেটারকে খেলার অনুমতি দিয়েছে বিসিবি।
লাহোর কালান্দার্সে ক্রিস লিনের পরিবর্তে তামিম ইকবাল এবং মঈন আলীর বদলে মুলতান সুলতানসে খেলবেন মাহমুদউল্লাহ। ১৪, ১৫ ও ১৭ নভেম্বর করাচিতে হবে তিন ম্যাচ। প্লে অফের বাকি দুই দল করাচি ও পেশোয়ার। এর আগে কোয়েটা গ্লাডিয়েটর্সে খেলেছেন বাংলাদেশের টি টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর তামিম ইকবাল খেলেছিলেন পেশোয়ার জালমিতে।