পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরি রিসোর্ট এলাকায় তীব্র তুষারপাতে গাড়ির মধ্যে আটকা পড়ে মারা গেছেন ২১ পর্যটক। এই ঘটনার পর ওই এলাকাকে দুর্যোগপ্রবণ বলে ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।
ব্যাপক তুষারপাতে পাহাড়ের মধ্যে আটকা পড়ে প্রায় এক হাজার গাড়ি। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এদের মধ্যে নয়জন শিশু। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, তুষারপাতের সময় ওই পাহাড়ি এলাকায় অনেক বেশি পর্যটক ছিল। গত ১৫ থেকে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যটক ছিল। পাঁচ প্লাটুন সেনাবাহিনী, রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কর্পসকে উদ্ধার কাজের জন্য জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে। মুরির বাসিন্দারা আটকে পড়া পর্যটকদের খাবার, কম্বল সরবরাহ করেছেন। এরই মধ্যে প্রশাসন পাহাড়ি স্টেশনে যাওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে। এখন কেবল খাবার ও কম্বল নেয়ার যানগুলোকে ওই এলাকায় প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।