পাকিস্তানে কে পরবর্তী সরকার গঠন করবে তা নিয়ে অনিশ্চয়তা
- আপডেট সময় : ০৩:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭২৩ বার পড়া হয়েছে
পাকিস্তানের সাধারণ নির্বাচন বেসরকারিভাবে ১০২টি আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় অবস্থানে আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ। দলটি পেয়েছে ৭৩টি আসন। অন্যদিকে বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি ৫৪টি আসনে জয়ী হয়েছে।
তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হলে পিটিআই সমর্থকদের বিক্ষোভে নামারও নির্দেশ দেওয়া হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক বার্তাসংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দল সমর্থিত প্রার্থীরা সরকার গঠনের পরিকল্পনা করছেন। এছাড়া নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হলে সমর্থকদের আজ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করারও আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানের সাধারণ নির্বাচনের মোট আসন সংখ্যা ২৬৬টি। এর মাঝে ২৫৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে দেখা গেছে, ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই এগিয়ে রয়েছেন।
ইমরান খান এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ উভয়ই নিজেদের বিজয় ঘোষণা করেছেন। এই অবস্থায় কে পরবর্তী সরকার গঠন করবে তা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে।