পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে দেশটির বিরোধী দলীয় নেতারা।দেশটির জাতীয় সংসদ সচিবালয়ে এ প্রস্তাব জমা দিয়েছে তারা।পাকিস্তানের পার্লামেন্টে এই অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।
বিরোধী এ নেতারা যখন তাদের অনাস্থা প্রস্তাব জমা দিতে যান তখন স্পিকার উপস্থিত না থাকায় ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে এ প্রস্তাব জমা দেয়া হয়।
তবে এ প্রস্তার আসার পর ইমরান খান সাংবাদিকদের বলেন, এভাবে তার সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না। এতে বরং তার সরকার আরও শক্তিশালী হবে। তাকে ক্ষমতা থেকে সরানোর এটা বিরোধীদের শেষ চেষ্টা। এর আগে, গতবছরের মার্চেও একবার এই অনাস্থা ভোটের মুখে পড়েছিলেন ইমরান খান।