পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ-পিইএমআরএ। প্রতিষ্ঠানটি বলেছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এবং ঘৃণাসূচক বক্তব্য ছড়াচ্ছেন।
পাকিস্তানের সরকারের বিরুদ্ধে ইমরান খানকে মিথ্যা মামলায় জড়িয়ে আদালতে তোলার অভিযোগ আনার পর এ পদক্ষেপের কথা জানা গেলো। এর আগে ইমরানকে গ্রেপ্তার করার এক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় দেশটির পুলিশ। ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টার প্রতিবাদ জানাতে লাহোরে তার বাড়ির সামনে সমবেত হন শত শত সমর্থক। ওই সময় বাসভবনের বাইরে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে অপেক্ষা করছিলো। তবে শেষ পর্যন্ত গ্রেপ্তার না করেই চলে যায় পুলিশ। গত সপ্তাহে আদালত একটি মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে ইমরান খান মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন।