পাকিস্তানের জলসীমায় প্রবেশের সময় ভারতের একটি সামরিক সাবমেরিন শনাক্ত ও গতিপথ আটকে দেয়ার দাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৬০৮ বার পড়া হয়েছে
পাকিস্তানের জলসীমায় প্রবেশের সময় ভারতের একটি সামরিক সাবমেরিন শনাক্ত ও গতিপথ আটকে দেয়ার দাবি করেছে পাকিস্তানের নৌবাহিনী।
মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ১৬ অক্টোবর শনিবার রাতে ওই ঘটনা ঘটে। ২০১৬ সাল থেকে পাকিস্তানের জলসীমায় ভারতীয় সাবমেরিন অনুপ্রবেশের তৃতীয় ঘটনা এটি। পাকিস্তানের নৌবাহিনী ভারতের নৌযান শনাক্ত ও অনুপ্রবেশের চেষ্টা আটকাতে ‘সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দক্ষতার’ পরিচয় দিয়েছে। বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে পাকিস্তানের নৌসীমা সুরক্ষা রাখতে দেশটির নৌবাহিনী কঠোর নজরদারি বজায় রেখেছে।

























