পাকিস্তানিদের থেকেও বিএনপি জামায়াত হিংস্র : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
পাকিস্তানিদের থেকেও বিএনপি জামায়াত হিংস্র বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, পাকিস্তানীদের মতো আগুন দিয়ে মানুষ হত্যা করছে তারা। আর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বিএনপি নিজেরাই তাদের কেন্দ্রীয় কার্যলয়ে তালা মেরে রেখেছে। তারা চাইলে তালা খুলে অফিস করতে পারে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবরোধ-হরতালে দগ্ধদের দেখতে গিয়ে এসব কথা বলেন তারা।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবেরাধ হরতাল পেট্রোলেবামা হামলায় আহতদের দেখতে যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে সাংবাদিকদের সাথে মতিবিনিময়ে তিনি বলেন, কি অপরাধে সাধারণ মানুষ বিএনপি-জামায়াতের অপরাজনীতির শিকার হল। তাদের বর্বরতা হিংস্রতা ভাষায় প্রকাশ সম্ভব নয়। এআগে দগ্ধদের দেখতে বার্ন ইউনিটে আসেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি জানান , নিরাপত্তার অংশ হিসেবে বিএনপি অফিসের সামনে সব সময় পুলিশ থাকে। অবরোধের নামে দেশব্যাপী যে অগ্নিসংযোগ চালানো হচ্ছে সে ব্যপারে আইনশৃঙ্খলাবাহিনী কঠোর থাকবে বলেও জানান হাবিবুর রহমান।