পাইকারী ব্যবসায়ীদের অভিনব নৈরাজ্যের শিকার নওগাঁর আম চাষিরা
- আপডেট সময় : ১১:২৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ১৯৪৪ বার পড়া হয়েছে
ভরা মৌসুমে ব্যবসায়ী আর আমচাষীদের পদচারণায় মুখর নওগাঁর সাপাহারের আমের বাজার। তবে আম বিক্রিতে ব্যবসায়ীদের নৈরাজ্যের শিকার হবার অভিযোগ চাষীদের। ১২ কেজি বাড়িয়ে ৫২ কেজিতে মণ ধরায় আম বিক্রিতে লোকসানে বাধ্য করা হচ্ছে। এক্ষেত্রে ভিন্ন অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা। তবে অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক।
নওগাঁর সাপাহারে বৃহত্তর এই আমের বাজার এখন সারাদেশের বড় ব্যবসায়ী আর আমচাষীদের পদচারণায় মুখর।
সকাল থেকে শুরু হয়ে বেচাকেনা চলে সন্ধ্যা পর্যন্ত। চাষীরা জানান, চলতি মৌসুমে আবহাওয়া খারাপ থাকায় আমের ফলন হয়েছে কম। এরপর বাজারে এসে পাইকারী ব্যবসায়ীদের নৈরাজ্যের শিকার হচ্ছেন তারা। ৪০ কেজির বদলে নিয়ম ভেঙ্গে ৫২ কেজি হিসেবে মণ ধরে আম কিনছেন ব্যবসায়ীরা। এতে প্রতিমণে মিলছে না ১২ কেজির দাম।
ব্যবসায়ীদের দাবি- ক্যারেটের ওজন, বাছাই ও পরিবহন প্রক্রিয়ায় নষ্ট হয় অনেক আম। ফলে ৫২ কেজিতে মণ না ধরলে লোকসান হবে তাদের।
এমন অবস্থায় বাজারে উভয় পক্ষের স্বার্থ ঠিক রাখতে যৌথভাবে কাজ করার কথা জানান কৃষি বিপণন কর্মকর্তা ও জেলা প্রশাসক। চাষীরা ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস তাদের।
চলতি মৌসুমে জেলায় আড়াই হাজার কোটি টাকার আম বাণিজ্যের প্রত্যাশা করছে কৃষি বিভাগ।