পাইকারী ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর নরসিংদীর শেখেরচর বাবুরহাট
- আপডেট সময় : ০২:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১৬১৮ বার পড়া হয়েছে
দেশের সবচেয়ে বড় কাপড়ের হাট নরসিংদীর শেখেরচর বাবুরহাট। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর থাকে এই হাট। তবে এবছর কাপড় উৎপাদনের খরচ বাড়ায় বেঁচাকেনায় প্রভাব পড়ায় দু:শ্চিন্তায় ব্যবসায়িরা।
ঈদ বাজারকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের হাক-ডাকে মুখর দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট।
দেশী-বিদেশী প্রায় সব ধরনের কাপড় মেলে এই হাটে। ঈদ উপলক্ষে ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকান গুলোতে নিত্য নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে এবছর সব ধরণের কাপড়ের দাম বৃদ্ধির ফলে বেঁচাকেনায় কিছুটা ভাটা পড়েছে বলে দাবি ব্যবসায়িদের।
প্রতি গজ কাপড়ে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। প্রতিপিস লুঙ্গি, থ্রি-পিস ও শাড়িতে দাম বেড়েছে একশ থেকে দেরশ টাকা। দাম বৃদ্ধির ফলে জাকাতের কাপড়ের সংখ্যাও কমিয়েছেন ক্রেতারা। আর দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে খুচরা পর্যায়েও বিক্রি কমেছে বলে জানান পাইকাররা।
সুতা, রঙ ও গ্যাসের দাম বৃদ্ধিসহ কাপড় উৎপাদনে খরচ বাড়ায় কেনাকাটায় নেতিবাচক প্রভাব নিয়ে শংকা কাটছে না ব্যবসায়িদের।
রমজানজুড়ে প্রতি হাটে গড়ে সাতশো কোটি টাকা লেনদেনের আশা করছে ব্যবসায়ী নেতারা। অন্যান্য বছরের তুলনা বেচাকেনা এবার ৩০ শতাংশ কম হবে বলে মনে করেন তারা।
কাপড়ের সবচেয়ে বড় এই হাটে ছোট-বড় মিলিয়ে দোকান আছে ৫ হাজারেরও বেশি। ঈদের বাজারে সব মিলিয়ে প্রায় ৩ হাজার কোটি টাকার লেনদেন হবে এমনটাই আশা ব্যবসায়িদের।