পাংশা পৌরসভার কাউন্সিলর ও তার সহযোগী অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলামসহ তার এক সহযোগীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চারাখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। গ্রেপ্তার মো. তাজুল ইসলাম পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় তাইজেল বাহিনীর প্রধান। অন্যজন হলেন- মো. হৃদয় মীর। তিনি পাংশা পৌরসভার নারায়ণপুর এলাকার বাসিন্দা। ব্রিফিংয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চারাখালী গ্রামের পাঞ্জু শিকদারের মেহগনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।গ্রেপ্তারের সময় দু’জনের প্যান্টের কোমরে গুলিভর্তি বিদেশি পিস্তল পাওয়া যায়। তাজুল ইসলামের নামে অস্ত্র মামলাসহ ৭টি মামলা রয়েছে।