পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি
- আপডেট সময় : ০৭:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। সকালে বনানী কার্যালয়ে গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান জি এম কাদের। এ সময় তিনি বলেন, ভোটাধিকার ও প্রার্থীদের অবাধ প্রচারণা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে বলেও মনে করেন জিএম কাদের।
সিটি নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বিভাগীয় কমিটির নেতাদের নিয়ে মতবিনিময় করেন জি এম কাদের।
সভায় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান,আওয়ামী লীগ ও বিএনপিতে জনগনের কোন আস্থা নেই।
প্রার্থীদের নাম ঘোষণা করে পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, নির্বাচন কমিশন সঠিকভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করবে।
সাধারন মানুষকে ভোটে আগ্রহী করতে সরকারকে উদ্যোগী ভুমিকা পালন করার আহবানও জানান তিনি।