পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সমতা এনেছে শ্রীলংকা। দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ২৬ রানে হারিয়েছে লঙ্কানরা। শ্রীলংকার দেয়া ২২১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮৯ রানে অলআউট হয় অজিরা।
পাল্লেকেলেতে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ৩৫ রানের মধ্যে দুই ওপেনার নিসাঙ্কা ও গুনাথিলাকাকে হারায় স্বাগতিকরা। মিডল অর্ডারে কুশাল মেন্ডিস ৩৬ আর ধনঞ্জয়া ও সানাকা সমান ৩৪ রানের ইনিংস খেলেন। ৪৭ ওভার ৪ বলে ৯ উইকেট হারিয়ে ২২০ রান করার পর বৃষ্টির বাধার মুখে পড়ে শ্রীলংকা। পরে বৃষ্টি আইনে ৪৩ ওভারে ২১৬ রানের টার্গেট তাড়া করতে নামে অজিরা। টপ-অর্ডারদের মাঝাড়ি মানের স্কোরে লঙ্কানদের জবাব দিচ্ছিলো সফরকারীরা। কিন্তু শেষের ১৯ রান করতে ৫ উইকেট হারালে আর ম্যাচে ফিরতে পারেনি অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৩৭ রান করেন ওয়ার্নার। ৩০ রান আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে।