পাঁচ বছরের জন্য পার্লামেন্ট সদস্য হওয়ার অযোগ্য ইমরান খান
- আপডেট সময় : ০৯:১৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
রাষ্ট্রীয় উপহার তোষাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঁচ বছরের জন্য পার্লামেন্ট সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
রাষ্ট্রীয় উপহার তোষাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঁচ বছরের জন্য পার্লামেন্ট সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
২৮ অক্টোবরের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী পাবে যুক্তরাজ্য।
ব্রিটেনে প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন কনজারভেটিভ পার্টির সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক এবং হাউস অব কমন্সের লিডার পেনি মরডান্টের। সোমবার বেলা ২টা পর্যন্ত মনোনয়ন জমা দেয়ার সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা। এদিকে, প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পেছনে লিজ ট্রাসের অর্থনৈতিক কর্মসূচির ব্যর্থতা এবং তার নিজ দলের এমপিদের মধ্যে আস্থা ও সমর্থন হারানোই দায়ী। নিম্ন কর হার এবং উচ্চ প্রবৃদ্ধির ব্রিটেন গড়ে তুলতে ট্রাসের সিদ্ধান্তে টালমাটাল এখন যুক্তরাজ্যের অর্থনীতি।
জমি সংক্রান্ত বিরোধে সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নাইল প্রদেশে জাতিগত সংঘর্ষে দু’দিনে কমপক্ষে ১৭০ জন নিহত হয়েছে।
সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে এবারের রক্তপাত সবচেয়ে ভয়াবহ। বৃহস্পতিবার ব্লু নাইল প্রদেশের রাজধানী দামাজিনের রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ জনতা। তারা এই সংঘাতের নিন্দা জানিয়ে স্লোগান দেয়। সংঘাতে এ বছর শত শত মানুষ নিহত হয়। ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান জানান, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নারী, শিশু ও বৃদ্ধসহ নিহত দেড়শ’ জনের মরদেহ আসে হাসপাতালে। এ সহিংসতায় আরো শতাধিক মানুষ আহত হয়েছেন।