পশ্চিমবঙ্গে নির্বাচনের চেয়ে বেশি রক্ত ঝরলো ভোটের পরে

- আপডেট সময় : ০৮:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গে ঘটনাবহুল নির্বাচনের চেয়ে বেশি রক্ত ঝরলো ভোটের পরে। ফলাফল ঘোষণার দিন- রবিবার দুপুর থেকে গতরাত পর্যন্ত রাজনৈতিক হানাহানিতে ১২ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে বিজেপির ৫ জন, তৃণমূলের ৫ জন এবং আইএসএফের ১ জন রয়েছে। অপরজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বহু জায়গায় ভাঙচুর, বোমাবাজি, লুটপাট ও অগ্নিসংযোগের পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিজেপি-তৃণমূল । এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে শান্তি বজায় আহবান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । পক্ষান্তরে, স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ভোট পরবর্তী সহিংসতার অভিযোগে চিঠি পাঠিয়েছে রাজ্য বিজেপি। বিরোধী দলের কর্মীরা কেন নির্বাচনোত্তর হিংসার শিকার হচ্ছেন, সে ব্যাপারে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে এ দিন এ ব্যাপারে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার। এদিকে রাজ্যপালের সাথে সাক্ষতে মমতা বলেন, রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়টি এখনও নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। তবু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যা করার করছেন।