পলাশবাড়ি পৌরসভা নির্বাচনে ভোটাররা সৎ ও পরীক্ষিত মানুষ খুঁজছেন
- আপডেট সময় : ০৬:১১:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
পলাশবাড়ি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পৌরসভা ঘোষনার পর প্রথম এই নির্বাচন, গোটা জেলার মানুষের দৃষ্টি কেড়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিদ্রোহী, স্বতন্ত্র সব ধরণের প্রার্থী রয়েছে মাঠে। অন্যদিকে ভোটাররা সৎ ও পরীক্ষিত মানুষ খুঁজছেন।
সীমানা জটিলতার কারণে পলাশবাড়ী সদর, বরিশাল ও কিশোরগাড়ী ইউনিয়নের মানুষ দেড় যুগেরও বেশি ভোটাধিকার বঞ্চিত ছিলেন। আন্দোলনের মুখে ওই তিন ইউনিয়নের ২৪টি গ্রাম নিয়ে পলাশবাড়ী পৌরসভা গঠিত হয়। ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা।
ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। ভোটারের মন জয় করতে দিন-রাত ঘুরে বেড়াচ্ছে তারা। বিভিন্ন সেমিনার আর উঠান বৈঠকের মাধ্যমে চলছে গন সংযোগ।
ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এ ব্যাপারে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে বলে জানান নির্বাচন কর্মকর্তা।
মেয়র পদে ছয়, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। তার মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৩৫ এবং নারী ১৬ হাজার ২৬৮ জন।



















