পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, সংকটের শঙ্কা নেই : খাদ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, সংকটের কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের আলোচনায় এ কথা জানান তিনি। বিশ্বব্যাপী খাদ্য সংকটের পূর্বাভাসের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার খাদ্য আমদানী ও মজুদ করছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাল-গম আমদানীর কার্যক্রমও চলছে।
এসময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ফলে চালের দাম নিয়ন্ত্রণে আসছে বলেও দাবি করেন সাধন চন্দ্র মজুমদার। একই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, দেশের খাদ্যচাহিদা পূরণে মৎস্য এবং প্রাণিসম্পদ খাতও এখন বড় ভূমিকা রাখছে।