পর্যটক শূন্য বরগুনার টেংরাগিরি সংরক্ষিত বনের ইকো-পার্ক
- আপডেট সময় : ০৬:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
অযত্ন অবহেলা আর রক্ষনাবেক্ষনের অভাবে পর্যটক শূন্য দ্বিতীয় সুন্দরবন খ্যাত বরগুনার টেংরাগিরি সংরক্ষিত বনের ইকো-পার্ক। নাম-যশ শুনে যারা আসছেন তারাও ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। পর্যটকদের দাবি হোটেল মোটেলের ব্যবস্থা করতে পারলে স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক বনের সৌন্দর্য। ব্যক্তিগত উদ্যোগে থাকার ব্যবস্থা করলে সকল ধরনের সহায়তা দেবে জেলা প্রশাসন।
বরগুনার তালতলীতে দশ হাজার একর জুড়ে গড়ে তোলা হয় টেংরাগিরি ইকো-ট্যুরিজম। এই বনে ঢুকতেই দেখা মিলবে হরিণের বেষ্টনির। আলাদা বেষ্টনিতে রাখা শুকর, মেছোবাঘসহ নানান ধরনের বন্য প্রাণী। বনের শেষ প্রান্তে অপার সৌন্দর্যের লীলা ভূমিতে চোখে পড়ে সুবিস্তীর্ণ সাগর, বিশাল ঢেউ, সূর্যাস্ত ও সূর্যোদয়।
উদ্বোধনের দশ বছর পরেও সংস্কার কাজ করতে দেখা যায়নি একদিনও। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পরেছে ইকো-ট্যুরিজমটি। সেখানে যাওয়ার রাস্তা ও গভীর বনে প্রবেশের রাস্তাগুলো সংস্কারের অভাবে বন্ধ হয়ে গেছে। সমুদ্র পর্যন্ত যেতে কাঠের ব্রিজগুলোও ভেঙ্গে গেছে। ভেঙেছে পর্যটকদের জন্য নির্মিত শৌচাগার, নষ্ট হয়ে গেছে সুপেয় পানির জন্য নির্মাণ করা টিউবয়েলগুলো।
ঘুরতে পর্যটকরা হতাশ ও বিব্রত হচ্ছেন। পর্যটকরা বলছেন, বনের সৌন্দর্য রূপ একদিনে দেখে উপভোগ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরী।
ইকো পার্কের কর্মকর্তারা বলছেন, পর্যটকদের সুবিধার জন্য ভাঙ্গা রাস্তা ঘাট ব্রিজগুলো মেরামতের কাজ শুরু হয়েছে। ব্যক্তিগত পর্যায়ে বিনিয়োগের প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। বলছে, সব ধরণের সুযোগ সুবিধা দেয়া হবে বিনিয়োগকারীদের।
পর্যটন সুবিধা বাড়লেই পর্যটক আরো বাড়বে। সি-বিচ, সূর্যোদয় ও সূর্যাস্ত, প্রাকৃতিক বন ও বন্যপ্রাণী সব মিলিয়ে কুয়াকাটাকেও হার মানাতে পারবে এই ইকো পার্ক।