পর্যটক বরণে রাঙামাটিতে ব্যাপক প্রস্তুতি
- আপডেট সময় : ০২:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
ঈদুল আজহার টানা ৫দিনের ছুটি। লম্বা ছুটিতে দেশের অন্যতম পর্যটন জেলা রাঙামাটিতে পর্যটকের ঢল নামবে। তাই পর্যটক বরণে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বিনোদন কেন্দ্রগুলোতে। আর বৃষ্টি ভেজা পাহাড়ের সবুজ প্রকৃতি যেন অপেক্ষায় আছে পর্যটকদের জন্য। এরই মধ্যে আগাম বুকিং হয়ে গেছে হোটেলের বেশিরভাগ কক্ষ।
ক্ষনে রৌদ্রজ্বল ক্ষনে মেঘ প্রকৃতির এমন লীলা খেলা চলছে রাঙামাটিতে। পাহাড়ের ঘন সবুজ, পানিতে ভরপুর কাপ্তাই হ্রদ, নীল আকাশে সাদা মেঘের ভেলা প্রকৃতির এ মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করবে ছুটিতে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা। বৃষ্টিতে সতেজ হয়ে উঠা প্রকৃতি এখন আরো আকর্ষণীয়। ঈদে পর্যটকদের ঢল নামবে এমন প্রত্যাশায় জেলার সর্বত্র চলছে প্রস্তুতি।
এদিকে আগাম ছুটি পেয়ে অনেকে ঈদের আগেই চলে আসেন রাঙামাটিতে। গত দুমাসে তীব্র তাবদাহে স্থবির হয়ে পড়া পর্যটন ব্যবসা এবার চাঙা হবে বলে প্রত্যাশা। বর্ষায় হ্রদ পাহাড়ের দেশ রাঙামাটি নতুন রূপে সেজে ওঠে।