পরীমনির মাদক মামলার কার্যক্রম চলতে আইনি কোন বাধা নেই
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
 - / ১৬২৭ বার পড়া হয়েছে
 
চিত্রনায়িকা পরীমনির মাদক মামলার কার্যক্রম চলতে আইনি কোন বাধা নেই বলে জানিয়েছে আপিল বিভাগ।
একই সঙ্গে মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত। উভয় পক্ষের শুনানি শেষে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান আজ এই আদেশ দেন। এর আগে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গেল ১ মার্চ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের দ্বৈত বেঞ্চ আলোচিত এই মামলার কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেয়। একই সঙ্গে রুল দিয়ে মামলাটি কেন বাতিল করা হবে না, তাও জানতে চায় উচ্চ আদালত।
																			
																		














