পরিবহন ধর্মঘট বাস মালিকদের, আ’লীগের নয় : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে বিএনপি নেতারা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর সেতু ভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সরকার এবং আওয়ামী লীগ বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা না করে সহযোগিতা করছে। খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। ওবায়দুল কাদের বলেন, সরকার বা আওয়ামী লীগ কোন হস্তক্ষেপ করেনি। নিরাপত্তার অভাবে ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিক। সেখানে সরকার বা আওয়ামী লীগের করণীয় কি জানতে চান তিনি।