রংপুরে জেলা মোটর মালিক সমিতির দু’দিনের পরিবহন ধর্মঘট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
রংপুরে জেলা মোটর মালিক সমিতির ডাকা দু’দিনের পরিবহন ধর্মঘট চলছে। অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ভোর থেকে কর্মসূচি পালন করা হচ্ছে। চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক জানান, মহাসড়কে নিরাপত্তার জন্য পরিবহন মালিকদের দাবি মেনে সরকার আইন করেছে।
কিন্তু, রংপুর মহাসড়কে এখনও নছিমন, করিমন, ভটভটিসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল করছে। এজন্য প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমন অবস্থায় এসব যান চলাচল বন্ধে কয়েকটি সংগঠন এই কর্মসূচি দিয়েছে।
ঠাকুরগাঁও থেকে রংপুরগামী সব পরিবহন চলাচল বন্ধ। বগুড়া থেকেও রংপুর বিভাগের ১০টি রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলার পরিবহন মালিকরা।
এরমধ্যেই কাল রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের উদ্যোগ নিয়েছে।