পরিবহণ মালিকদের কাছে জিম্মি খোদ সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী : ইলিয়াস কাঞ্চন
- আপডেট সময় : ০৯:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
গণমানুষের সচেতনতা ছাড়া কোনো পরিকল্পনাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারবে না। একারণে অক্টোবর মাস জুড়ে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও সড়ক ব্যবহারকারীদের সচেতন করতে কর্মসূচি গ্রহণ করেছে নিরাপদ সড়ক চাই। সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার পাশাপাশি একথা বলেন নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি অভিযোগ করেন, পরিবহন মালিকদের কাছে জিম্মি খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ভবিষ্যতে তিনি যাতে আর মন্ত্রী না হন- সেজন্য দোয়া চান ইলিয়াস কাঞ্চন।
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে, আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে অক্টোবর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে নিরাপদ সড়ক।
সড়কে দুর্ঘটনাজনিত মৃত্যু কমাতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানান নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক নিরাপদ করতে অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন। তবে কারও একার পক্ষে নিরাপদ সড়ক করা সম্ভব নয়।
পুরো মাস জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও পথচারীদের সচেতন করতে নানা র্মসূচি পালন করবে নিরাপদ সড়ক চাই।