বেগম খালেদা জিয়ার অসুস্থতা থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকার পরিকল্পিতভাবে জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায়, এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। বিদেশ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে কিনা- সে বিষয়ে সরকারের কাছে স্পষ্ট জবাবও চান বিএনপি মহাসচিব।
স্বৈরাচার পতন দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এ সময় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি মেনে না নিলে– সরকার পতনের এক দফা আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগনের দৃষ্টি সরাতে সরকার সব সময়ই অপপ্রচার করে আসছে ।
তথ্য প্রতিমন্ত্রীর ফাঁস হওয়া নারীর প্রতি অবমাননাকর ফোনালাপের ব্যাপারে সরকারের অবস্থানও জানতে চান বিএনপি মহাসচিব।
ডাকসু’র সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে, সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।