পদ্মা সেতু নিয়ে কোন দুর্নীতি হয়নি। কানাডার ফেডারেল কোর্টে তা প্রমাণিত। এ নিয়ে মিথ্যা তথ্য দিয়ে তারা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, অপকর্ম ঢাকতেই উন্নয়ন কর্মকান্ড নিয়ে কল্পিত অভিযোগ করে আসছে বিএনপি। দুপুরে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হানিফ আরো বলেন, বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেখিয়ে দিয়েছে নিজস্ব অর্থায়নেও পদ্মা সেতুর মত বড় প্রকল্প বাস্তবায়ন হতে পারে। বিএনপি’র সরকার বিরোধী রাজনৈতিক দলগুলের সাথে সংলাপ প্রসঙ্গে হানিফ বলেন, যুদ্ধাপরাধী দল জামায়াত ছাড়া আর কোন দলের অস্তিত্ব রয়েছে বলে দেশের মানুষ বিশ্বাস করেনা।