পদ্মা সেতুর ৩০তম স্প্যান বসেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর ৩০তম স্প্যান বসেছে। এ স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুটির নির্মাণ কাজ আরেক ধাপ এগিয়ে গেল।
সকালে সেতুর জাজিরা প্রান্তে ২৬ ও ২৭ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এতে পদ্মা সেতুর সাড়ে ৪ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। সেতুর মোট ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। এরই মধ্যে ৩০টি স্প্যান বসানো সম্পন্ন হয়েছে। এখন আর বাকি ১১টি। পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, স্প্যানটি জাজিরা সীমান্তবর্তী এবং সেতুটির মাঝামাঝি ২৬ ও ২৭ নম্বর পিলারে সকাল সাড়ে ৯টার দিকে সফলভাবে বসানো হয়। আগেরদিন স্প্যানটির চূড়ান্ত রঙের কাজ, হ্যান্ডরেল, স্টেয়ার ও ব্যালান্স লোড স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার পর ভাসমান ক্রেনে এটি নিয়ে আসা হয় জাজিরা প্রন্তে। তিনি জানান, জাজিরা অংশে আর মাত্র ১টি স্প্যান বসানো বাকি আছে। সেটি ২৭ ও ২৮ নম্বর পিলারের ওপর বসবে।