পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ দ্রুত এগিয়ে চলেছে : রেলমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ দ্রুত এগিয়ে চলেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
দুপুরে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে রেলট্র্যাক স্থাপন কাজ উদ্বোধনের সময় তিনি জানান, আগামী চার মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজ শেষ হবে। এ রেলসেতু দিয়ে প্রতিদিন যাত্রীবাহী ছয়টি ট্রেন চলাচল করবে। প্রথমে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালু হবে। ২০১৮ সালে পদ্মা সেতু ও দুই প্রান্তে রেললাইন নির্মাণের কাজ শুরু হয়। শুরু থেকেই যানবাহন চালুর সঙ্গে সঙ্গে ট্রেন চলাচলের পরিকল্পনা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। রেলের এই প্রকল্পে জিটুজি পদ্ধতিতে অর্থায়ন করছে চীন। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ রেল মন্ত্রণালয় ও পদ্মা সেতু সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।