পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরণের মাছ ধরা শুরু
- আপডেট সময় : ১১:২৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ২১৭৬ বার পড়া হয়েছে
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে আজ থেকে ইলিশসহ সব ধরণের মাছ ধরা শুরু হয়েছে। জেলে পাড়ায় এখন উৎসব আমেজ। মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষে নদীতে জাল ফেলেছেন জেলেরা।
মা ইলিশ রক্ষা ও নিরাপদ প্রজননের লক্ষ্যে ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হয়েছে গেলো মধ্যরাতে। দীর্ঘ বিরতি শেষে আবারও নদীতে ইলিশসহ সকল প্রকার মাছ ধরতে জাল ফেলা শুরু করেছে জেলেরা। তবে নদীতে কাঙ্খিত ইলিশ পাওয়ার শঙ্কায় পদ্মা-মেঘনা তীরের জেলেদের। তাদের অভিযোগ, সঠিক ভাবে বাস্তবায়ন হয়নি মা ইলিশ রক্ষা কার্যক্রম।
গেলো কয়দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় অসাধু জেলেদের জেল-জরিমানা করাসহ বিপুল পরিমাণ জাল ও ইলিশ জব্দ করে সংশ্লিষ্ট প্রশাসন। আটক করা হয় ৩ শতাধিক জেলেকে।
গত বছর দেশে ইলিশ উৎপাদন ছিল ৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টন। এ বছর তা ছাড়িয়ে যাবে, এমন আশা স্থানীয় মৎস্য বিভাগের।
চাঁদপুরের পদ্মা মেঘনা প্রায় অর্ধলক্ষ জেলে ইলিশ মাছ ধরার সাথে জড়িত। অক্টোবরের বাহিরে মার্চ এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় নদীতে অনুরুপ নিষেধাজ্ঞা দেয়া হয়।