পদ্মা-মেঘনায় মাছ না পেয়ে চিন্তিত জেলে ও ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৩:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৭০৬ বার পড়া হয়েছে
ইলিশে সরগম হয়ে উঠেছে চাঁদপুর বড়স্টেশন মাছঘাট। বেচাকেনায় ব্যস্ত আড়ৎদাররা। নোয়াখালি, হাতিয়া, চরফ্যাশন ও ভোলা অঞ্চলের ইলিশে মুখর এই মাছঘাট। তবে পদ্মা-মেঘনায় ইলিশ না পাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে জেলে ও ব্যবসায়ীদের মাঝে। ফলে এখনো কমছে না দাম। এতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।
এদিকে ইলিশের ভরা মৌসুমে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে নেই পদ্মা-মেঘনার ইলিশ। তবে দেশের দক্ষিণাঞ্চলের নোয়াখালি, হাতিয়া, চরফ্যাশন ও ভোলা অঞ্চলের ইলিশে মুখরিত এই মাছঘাট। এক কেজি ওজনের ইলিশ ১৫শ থেকে ১৬শ টাকায় এবং ৫০০-৮০০ গ্রামের ইলিশ ১১শ থেকে ১২শ টাকায় বিক্রি হচ্ছে। দাম না কমায় অসন্তোষ ক্রেতাদের।
চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে প্রতিদিন ৪০০-৫০০ মণ ইলিশ সরবরাহ হচ্ছে। জুলাই মাসে যেখানে আগে ৫০-৬০ মণ ইলিশ সরবরাহ ছিল। তবে আগস্ট-সেপ্টম্বর মাসে ইলিশের সরবরাহ আরো বাড়ার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় ইলিশের সরবরাহ ৫০% কম। ইলিশ রপ্তানি করার অনুমোদন দিলে দেশে ডলার সংকট কিছুটা হলেও কমবে বলে আশা ব্যবসায়ীদের।
আগামী অক্টোবর থেকে ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান। সময় কম থাকায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জাল ফেলছেন জেলেরা।