পদ্মা এবং মধুমতি নদীর তীব্র ভাঙ্গনে দিশেহারা ফরিদপুরের ভাঙ্গন কবলিত মানুষ
- আপডেট সময় : ০২:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৬২২ বার পড়া হয়েছে
পদ্মা এবং মধুমতি নদীর তীব্র ভাঙ্গনে দিশেহারা ফরিদপুরের ভাঙ্গন কবলিত মানুষ। বর্তমানে সদর উপজেলা ছাড়াও সদরপুর, চরভদ্রাসন, মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ নদী ভাঙ্গন কবলে পড়েছে। প্রতিদিন ভাঙ্গনের তীব্রতা বাড়ায় আতংক কমছে না এলাকাবাসীর। তবে ভাঙ্গন প্রতিরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
গত কয়েক বছর ধরেই পদ্মা এবং মধুমতি নদীর তীব্র ভাঙ্গনে জেলার ৬ উপজেলার ২০টি ইউনিয়নের কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্থ্ হয়েছে। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে পাকা সড়ক, বসত ভিটা, ফসলী জমি, স্কুল, মসজিদ-মাদ্রসা, হাট-বাজারসহ বহু স্থাপনা। হুমকিতে রয়েছে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের বাড়িসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
দীর্ঘদিন স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসের পরও নদী ভাঙ্গন রোধ প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ভাঙ্গন প্রতিরোধে সরকারী সহযোগীতা চান ভাঙ্গন কবলিত মানুষ।
তবে নদী ভাঙ্গন রোধে প্রকল্প প্রণয়ন করা হয়েছে যা একনেকের বৈঠকে পাস হলেই দ্রুত কাজ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডেও এ কর্মকর্তা।
মধুমতি নদীর ভাঙ্গনের হাত থেকে মাথা গোজার শেষ আশ্রয়স্থল রক্ষায় সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা ভাঙ্গন কবলিত এলাকাবাসীর।