পদ্মার তীব্র ভাঙ্গনে বিলিন হচ্ছে ফরিদপুরের দু’টি গ্রাম
- আপডেট সময় : ০৩:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
অসময়ে পদ্মা নদীর তীব্র ভাঙ্গনের কবলে পড়েছে ফরিদপুরের সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের দু’টি গ্রাম। কয়েক দিনের ভাঙ্গনে নদী গর্ভে চলে গেছে অর্ধশতাধিক ঘরবাড়ী, ফসলী জমি। হুমকির মুখে স্কুল, কমিউনিটি ক্লিনিক, মসজিদসহ অসংখ্য বসতবাড়ী। নদী পাড়ের মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়া হবে।
ফরিদপুরে পদ্মানদীতে শুস্ক মৌসুমে চলছে ভয়াবহ নদী ভাঙ্গন। অসময়ে এমন ভাঙ্গনে দিশেহারা এবং আতংকে দিন কাটাচ্ছে নদী তীরের সাধারন মানুষ।
দুই সপ্তাহে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী ও শুকুর আলী মৃধার ডাঙ্গী গ্রামের ৫০টি বসতবাড়ী, দুইশ বিঘা ফসলী জমি, কয়েকশ মিটার কাঁচাপাকা রাস্তা নদী গর্ভে বিলীন হয়েছে। প্রতিদিনই ভাঙ্গনের তীব্রতা বাড়ছে। ভাঙ্গনের কবলে রয়েছে দুটি গ্রামের ৩ শতাধিক বসত বাড়ী, কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, পাকা রাস্তা, ব্রিজ, কয়েক হাজার বিঘা ফসলী জমি।
ভাঙ্গনের তীব্রতা এতোটাই ভয়াবহ যেখানে জমির ফসল কেটে নেবারও সময় পাচ্ছে না কৃষক। নদী তীরের দরিদ্র মানুষ ভিটেমাটি ও ফসলী জমি হারিয়ে দিশেহারা। পদ্মানদী বেষ্টিত নর্থ চ্যানেল ইউনিয়নটি রক্ষার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।
নদী ভাঙ্গন ঠেকাতে উর্ধ্বতন মহলে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধের নির্মানের পাশাপাশি শুষ্ক মৌসুমে নদী থেকে অবাধে বালু উত্তোলন বন্ধ করা গেলে ভাঙ্গন রোধ সম্ভব বলে মনে করেন সচেতন মহল।