পদত্যাগ করে নিরাপদ বিদায়ের পথ তৈরী করুন : ফখরুল
- আপডেট সময় : ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
পদত্যাগ করে নিরাপদ বিদায়ের পথ তৈরী করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে জিহাদ দিবসের আলোচনায় তিনি বলেন, বিএনপির আন্দোলনে সরকার ভীত হয়ে পড়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তরুণদের যুক্ত হওয়ার আহবান জানান মির্জা ফখরুল।
রাজধানীর দৈনিক বাংলা মোড়ে নববই এর ছাত্র অভ্যূত্থানে শহীদ, নাজির উদ্দিন জেহাদের বত্রিশতম মৃত্যুবার্ষিকীতে জেহাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় বিএনপির নেতাকর্মিরা।
ঢাকা রিপোটার্স ইউনিটিতে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের আলোচনা সভায় বিএনপি নেতারা রাজপথে সরকার পতনের হুশিয়ারী দেন ।
বিএনপি মহাসচিব গণতান্ত্রিক পরিবেশের চর্চার জন্যই সরকারকে সম্মানজনক বিদায়ের পথ তৈরি করার পরামর্শ দেন।
দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় হাজারো প্রাণ গেলেও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।